রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলসেতুর ওপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। আনুমানিক ৪২ বছর বয়সী ওই ব্যক্তি সেতুর পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় তাঁর পেছন দিক থেকে গোপালগঞ্জগামী আন্তনগর ট্রেন সেতুর ওপরে উঠে যায়। ট্রেনের ধাক্কায় তিনি সেতুর নিচে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর গায়ে কোনো জামা ছিল না। মুখে কালো দাড়ি, পরনে চেক লুঙ্গি ছিল। তাঁর গায়ের রং শ্যামলা।

সেতুর পশ্চিম পাশের গেটম্যান লায়েব উদ্দিন জানান, তাঁকে রেলসেতুর ওপর দিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। তাঁর কথা না শুনে তিনি সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখতে দেখতেই ট্রেন চলে আসে। আর ট্রেনের ধাক্কায় তিনি পড়ে যান নিচে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটি সেতুর নিচে পড়ে ছিল। গেটম্যান জানান, বিষয়টি রেললাইনের দায়িত্বপ্রাপ্ত কি–ম্যানকে জানানো হয়েছে।

রেললাইনের দায়িত্বপ্রাপ্ত কি–ম্যান কিরণ কুমার সরকার বলেন, ঘটনাটি জানার পর জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে।