রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার সকালে আগৈলঝাড়া বাসস্ট্যাণ্ডে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।
ছবি: প্রথম আলো

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার বরিশালের আগৈলঝাড়ায় সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

বেলা সাড়ে ১১টায় বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া বাসস্ট্যান্ডে কর্মসূচি পালন করেন আগৈলঝাড়ায় কর্মরত জাতীয়, স্থানীয় পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকেরা। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম মৃধা। বক্তব্য দেন সাংবাদিক জহুরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক আবদুর রহিম, খায়রুল ইসলাম। বক্তারা অনতিবিলম্বে রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানান।