লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বাসায় ২৫০ ক্যান বিয়ার

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২৫০ ক্যান বিয়ারসহ মিজানুর রহমান ঢালী নামের এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মিজানুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে। তিনি বিলুপ্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমনের অনুসারী হিসেবে পরিচিত।

রাতেই ডিবির এসআই এতাশামুল হক বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

জেলা ডিবি পুলিশের ওসি মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকে ২৫০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

উপজেলা যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক মঞ্জুর হোসেন বলেন, ‘মিজানুর উত্তর চরআবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি যে মাদক ব্যবসা করেন, তা আমরা আগে জানতাম না।’