লাউগাছ লাগানো নিয়ে বিরোধ, প্রাণ হারালেন গৃহবধূ

লাশ
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামে আজ শনিবার এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। লাউগাছ লাগানো নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নারী হলেন রানী বেগম (৫৫)। তিনি কেশবপুর গ্রামের আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী। আটক হওয়া ব্যক্তি একই গ্রামের আবদুল হালিমের স্ত্রী পুষ্প বেগম (৪৫)।

মামলার প্রস্তুতি চলছে। আবদুল হালিম পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোস্তাফিজুর রহমান, ওসি, বাউফল থানা

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির সামনের রাস্তার পাশে লাউগাছ লাগাচ্ছিলেন রানী বেগম। এতে প্রতিবেশী আবদুল হালিম (৫০) ও তাঁর স্ত্রী পুষ্প বেগম বাধা দেন। বিষয়টি নিয়ে রানীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দায়ের উল্টো পাশ দিয়ে রানীর ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন আবদুল হালিম। এতে আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন রানী। বাড়ির অন্য লোকজন গিয়ে রানীকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সকাল আটটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পুষ্পকে আটক করে।

এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও আবদুল হালিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আবদুল হালিম পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।