লালপুরে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর আহত

প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মুসা সরকার (৪২) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার রাত ১১টায় বাড়িতে ফেরার পথে কালুপাড়ায় হামলার ঘটনা ঘটে। মুসা সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালপুর থানা সূত্রে জানা যায়, এবি ইউপির সদস্য মোহাম্মদ মুসা সরকার গতকাল রাত ১১টার দিকে গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি শালেশ্বরে যাচ্ছিলেন। কালুপাড়া এলাকায় ১০-১১ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর কান, মাথা, হাত, পা ও পিঠে অন্তত ১২টি আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা একটা পর্যন্ত তাঁর শরীরে দুটি অস্ত্রোপচার হয়েছে। এ খবর লেখার সময় তাঁর তৃতীয় অস্ত্রোপচার চলছিল।

হাসপাতালে মুসা সরকারের সঙ্গে থাকা তাঁর ভাগনে বাবলু হোসেন বেলা দেড়টার দিকে বলেন, তাঁর (মুসার) শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্ত দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, আহত ইউপি সদস্যের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা করতে পারে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লালপুর হাসপাতালে থাকাকালে আহত ওই ইউপি সদস্য হামলাকারী কয়েকজনের নাম জানিয়েছেন। তাঁদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।