লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকায় আজ শুক্রবার ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। ঘটনাটি দুটি স্থানে ঘটলেও একই ট্রেনে কাটা পড়ে তাঁরা মারা যান। লালমনিরহাট থেকে বুড়িমারী যাওয়া–আসার সময় কমিউটার ট্রেনে কাটা পড়ে সকালে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও এক মোটরসাইকেলচালক যুবক নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও আরেকজনের পরিচয় জানা যায়নি।

দুপুরে কালীগঞ্জের কাকিনার শান্তিগঞ্জ এলাকায় দলগ্রাম-চাপারহাট রেলক্রসিংয়ে বুড়িমারী থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনে কাটা পড়ে নিহত হন রহিদুল ইসলাম (২৫)। রহিদুল এ সময় মোটরসাইকেলে ছিলেন। তাঁর বাড়ি কালীগঞ্জের দলগ্রামে। তাঁর বাবার নাম সাদেকুল ইসলাম।

সকাল সাড়ে নয়টার দিকে কাকিনা এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কের রেলক্রসিংয়ে একই ট্রেনে কাটা পড়ে নিহত হন অপরজন। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে কাকিনা রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসী ও কালীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে কাকিনা স্টেশন অতিক্রম করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রস করছিল। এ সময় একজন মানসিক প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনটিতে কাটা পড়ে মারা যান। একই ট্রেন লালমনিরহাট অভিমুখে ফেরার পথে কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারের রেলক্রসিং পার হচ্ছিল। এবার এক মোটরসাইকেল আরোহী ট্রেনটিতে ধাক্কা খেয়ে ছিটকে ট্রেনের নিচে পড়ে মারা যান।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে কাকিনা রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল রেলওয়ে জিআরপি থানার আওতাধীন হওয়ায় আমি বিস্তারিত খোঁজখবর নিইনি।’ এদিকে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি বাহারুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হওয়ার ঘটনাটি আপনার নিকট থেকে জানতে পারলাম।’ ঘটনা না জানার বিষয়ে তিনি বলেন, ‘কাকিনা রেলস্টেশন মাস্টারের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইব। নিয়ম অনুযায়ী ট্রেনে কাটা পড়ে কেউ মারা গেলে বিষয়টি তিনি আমাদের জানানোর কথা। এর ব্যতিক্রম হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’