লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মোহাম্মদ সহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা তিন মামলায় আরেকজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

ঘটনার পর থেকে ১৬ দফায় ৪৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয় পুলিশ। এরপর আজ মঙ্গলবার আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরের দিকে লালমনিরহাট আদালতে সোপর্দ করবে পুলিশ। এ ঘটনায় দায়ের করা তিনটি মামলায় এ নিয়ে মোট গ্রেপ্তার হলেন ৪৫ জন। এর মধ্যে ২০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ। এতে ছয় ব্যক্তি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আয়নাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। আজ বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুরের মামলায় তাঁকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হবে বলে ডিবি পুলিশ জানায়।

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারীতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রংপুরের শালবন এলাকার আবু ইউনুছ মোহাম্মদ সহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩১ অক্টোবর নিহত ব্যক্তির চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন। তিনটি মামলা ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।