লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সুনামগঞ্জে যুব ইউনিয়নের মানববন্ধন। আজ শনিবার বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ারে
ছবি: প্রথম আলো

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে আজ শনিবার বেলা ১১টায় এই মানববন্ধনের আয়োজন করে জেলা যুব ইউনিয়ন। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী শীলা রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি রুহুল তুহিন, জেলা কমিউনস্টি পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দূর্জয় দাস, বতর্মান সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সংস্কৃতিকর্মী শুভ্র তালুকদার, পুলক রাজ প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দুর্ভাগ্য হলো স্বাধীনতার ৫০ বছরে এসে মুক্তমত প্রকাশের জন্য জীবন দিতে হচ্ছে। দেশে স্বাধীন মতপ্রকাশের পথ দিন দিন সংকুচিত হচ্ছে। মুক্তমত প্রকাশের ক্ষেত্রে বাধা আসছে, নানাভাবে আঘাত আসছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু তার সর্বশেষ দৃষ্টান্ত। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর দায় সরকারকে নিতে হবে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যাকে-তাকে ধরা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। এটিকে সরকার ক্ষমতায় থাকার, মানুষের বাক্স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুরু থেকেই এই কালো আইন বাতিলের দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। কিন্তু সরকার সেদিকে যাচ্ছে না। এই কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে।