লেখক মুশতাকের লাশ এখনো মর্গে, হয়নি ময়নাতদন্ত

মুশতাক আহমেদ
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের (৫৩) লাশের ময়নাতদন্ত হয়নি আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত। তাঁর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।  

মুশতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকায়। লালমাটিয়ায় স্ত্রী ও বৃদ্ধ মা–বাবার সঙ্গে থাকতেন। তিনি মা–বাবার একমাত্র ছেলে। তিনি দেশে প্রথম বাণিজ্যিকভাবে কুমির চাষের উদ্যোক্তা।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শরীফ আজ সকাল ৯টার দিকে বলেন, ময়নাতদন্ত শুরু হয়নি। চিকিৎসকেরা এলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মুশতাক আহমেদ গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, মুশতাক আহমেদের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল। ২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি এই কারাগারে বন্দী ছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন