লোহাগাড়ায় জাপা নেতা নিখোঁজ, ফোনে মুক্তিপণ দাবি

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পার্টির এক নেতা চার দিন ধরে নিখোঁজ। তাঁর নাম আনোয়ার হোসেন (৪০)। গত বুধবার দুপুরে উপজেলার পদুয়া বাজার থেকে তিনি নিখোঁজ হন। আজ রোববার রাত নয়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর গতকাল শনিবার দুপুরে অপরিচিত এক ব্যক্তি মুঠোফোনে মুক্তিপণ দাবি করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও পেশায় গরু ব্যবসায়ী। তিনি উপজেলার পদুয়ার আহমদ হোসেনের ছেলে।

পুলিশ ও আনোয়ার হোসেনের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার দুপুরে আনোয়ার হোসেন পদুয়ার গরুর বাজারে ছিলেন। বিকেলে ও রাতে তিনি আর ঘরে ফেরেননি। রাত থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সারা রাত ঘরে না ফেরায় স্বজনসহ তাঁর বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আনোয়ার হোসেনের ছোট ভাই মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমার বড় ভাই নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। এরপর থানায় নিখোঁজ ডায়েরি করি। শনিবার দুপুরে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি আমার মুঠোফোনে কল করে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ওই ব্যক্তি দেড় লাখ টাকা মুক্তিপণ দিলে আমার ভাইকে ছেড়ে দেবেন বলে জানান।’

লোহাগাড়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেনের সন্ধান পেতে পুলিশের কয়েকটি দল কাজ করছে। মুক্তিপণ দাবিসহ সম্ভাব্য সবকিছু বিবেচনায় নিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।