লোকালয় থেকে ধরা অজগরটি গভীর বনে ছেড়ে দিলেন সাপুড়ে

লোকালয়ে উদ্ধার হওয়া অজগরটি গভীর বনে ছেড়ে দেন সাপুড়ে। বুধবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি গভীর বনে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় বন বিভাগের সহযোগিতায় উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকার গভীর বনে আজ বুধবার দুপুর ১২টার দিকে সাপুড়ে সাপটি ছেড়ে দেন।

আজ সকালে পারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অজগরটি দেখতে অনেক মানুষ ভিড় করেছেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম, বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ খসরুল আমিনের উপস্থিতিতে সাপুড়ে সুরেশ মালাকার সাপটি বুঝিয়ে দেন।

পরে সাপটি ইউনিয়নের গভীর জঙ্গলে নিয়ে বন বিভাগের সহযোগিতায় সাপটি ছেড়ে দেওয়া হয়। সাপটি ছেড়ে দিতে সাপুড়ের সঙ্গে যান ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাশেম। তিনি জানান, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মধ্য পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরপাড়ে স্থানীয় লোকজন অজগরটি দেখতে পান। পরে সাপুড়ে সুরেশ মালাকার অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ খসরুল আমিন বলেন, সাপুড়ে অজগরটি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সাপুড়েকে বুঝিয়ে বলার পর তিনি সাপটি বনে ছেড়ে দিতে রাজি হন। সাপটির রং অনেকটা সবুজ, দৈর্ঘ্য ৯ ফুট, ওজন ১০ কেজি। খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে আসতে পারে ধারণা করা হচ্ছে।