লোহাগাড়ায় ৩ ইউপি নির্বাচনে আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

নির্বাচন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর উপজেলার লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। বাছাই ২৬ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর এই তিন ইউপিতে সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড গতকাল সোমবার রাতে লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছেন। তাঁরা হলেন লোহাগাড়া সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুচ্ছফা চৌধুরী, আধুনগর ইউপিতে আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির এবং আমিরাবাদ ইউপিতে আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুচ।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম সলিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই দলের নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহী নন। তারপরও দলীয় সিদ্ধান্তে লোহাগাড়ার দুইটি ইউপিতে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তাঁরা হলেন লোহাগাড়া সদর ইউপিতে লোহাগাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম সিকদার ও আধুনগর ইউপিতে কৃষক দলের নেতা আবু নাছের চৌধুরী।