শরীয়তপুরে পদ্মার তীর থেকে ককটেল উদ্ধার

শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে শফি কাজীর মোড় ট্রলারঘাট থেকে লাল রঙের টেপে প্যাঁচানো অবস্থায় একটি বস্তা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

জাজিরা থানার পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে জাজিরার বিলাসপুর ও রাজনগরে স্থানীয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষে উভয় পক্ষের সমর্থকেরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় গতকাল বিলাসপুরে অভিযান চালায় জাজিরা থানার পুলিশ। অভিযানের একপর্যায়ে রাত আটটার দিকে শফি কাজীর মোড়ে পদ্মাপাড়ের ট্রলারঘাট থেকে একটি বস্তা উদ্ধার করে পুলিশ। তল্লাশি করে বস্তার ভেতরে লাল টেপ প্যাঁচানো ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে চলমান সংঘাত বন্ধে পুলিশ সুপারের নির্দেশে বিলাসপুরে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হওয়া ককটেলগুলো সংঘর্ষে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে ব্যবহারের জন্য মজুত করা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।