শরীরে বিষ ঢুকিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

হাতকড়া
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক বৃদ্ধের শরীরে বিষাক্ত দ্রব্য ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বৃদ্ধের নাতনি-জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সদর থানা–পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলিয়ারপুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। এর আগে গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নিহত ওই বৃদ্ধের নাম শামসুল শেখ (৬০)। তিনি পৌর এলাকার বেলগাছি গ্রামের বাসিন্দা। এদিকে গ্রেপ্তার ওই যুবকের নাম জাহিদ হাসান (৩০)। তিনি দলিয়ারপুর গ্রামের মাস্টারপাড়ার আবদুর রশিদের ছেলে এবং শাসুল শেখের নাতনি–জামাই। অভিযুক্ত জাহিদ পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মো. রফিকুল ইসলাম গতকাল বিকেলে সদর থানায় জাহিদকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

মামলায় বলা হয়েছে, শামসুল হকের ভাগনি কামনা খাতুন (২০) ছোটবেলা থেকেই নানাবাড়িতেই থাকেন। দুই বছর আগে কামনা খাতুনের সঙ্গে জাহিদ হাসানের বিয়ে হয়। কিন্তু অত্যাচার–নির্যাতনের কারণে কিছুদিন পরই কামনা ও জাহিদের বিবাহবিচ্ছেদ হয়। পরে জাহিদ ক্ষমা চেয়ে কামনাকে দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। ফলে বাধ্য হয়ে কামনা আবারও জাহিদকে তালাক দেন। দ্বিতীয় দফায় তালাক দেওয়ার পর জাহিদ প্রতিশোধ নেওয়ার জন্য বেলগাছিতে আসেন। গত ২৯ নভেম্বর শামসুল শেখ ঘরের বারান্দায় চৌকিতে শুয়ে ছিলেন। এ সময় জাহিদ সিরিঞ্জ দিয়ে শামসুল শেখের শরীরে বিষাক্ত দ্রব্য ঢুকিয়ে পালিয়ে যান।

শামসুল শেখ যন্ত্রণায় ছটফট করতে থাকলে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাতেহ আকরাম বলেন, শামসুল শেখের ঘাড়ে ছিদ্র ছিল। তাঁর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। তবে কী কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই বৃদ্ধের ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে নিহত ব্যক্তির ছেলের করা মামলার একমাত্র আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়া হবে।