শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন শিক্ষানবিশ আইনজীবী বি এম তানজিল।
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরীয়তপুর বার অ্যাসোসিয়েশনের শিক্ষানবিশ এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বি এম তানজিল (২৮)। তিনি ডামুড্যা উপজেলার উত্তর ডামুড্যা গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

তানজিল জেড এইচ শিকদার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন।

বি এম তানজিলের পরিবার ও আইনজীবীরা জানান, কয়েক দিন ধরে তানজিল জ্বরে আক্রান্ত ছিলেন। শুরুতে শরীয়তপুরের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

গতকাল সকাল নয়টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসকেরা জানতে পারেন, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

অবস্থা আরও অবনতি হতে থাকলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শরীয়তপুর জজ কোটের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, ‘তানজিল সদা হাস্যোজ্জ্বল ছিলেন। তাঁকে কখনো কারও সঙ্গে উচ্চবাচ্য করতে দেখিনি। এখনো বিশ্বাস হচ্ছে না যে তানজিল আমাদের মাঝে নেই। তিনি সম্প্রতি বিয়ে করেছেন। সংসারটাও ঠিকমতো করতে পারলেন না।’

শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘তরুণ আইনজীবী তানজিলের মৃত্যুতে আমরা মর্মাহত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এভাবে একজন তরুণের মৃত্যু হবে, ভাবতেও কষ্ট হচ্ছে।’

গতকাল রাত সাড়ে ১১টার দিকে তানজিলের মরদেহ শরীয়তপুর বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে নেওয়া হয়। আজ সোমবার সকালে উত্তর ডামুড্যা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।