শাবিপ্রবিতে প্রথম দিন টিকা নিয়েছেন ১৯৫ শিক্ষার্থী

টিকার নিবন্ধন ফরম হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন টিকা নিতে আসা শিক্ষার্থীরা
ছবি: আনিস মাহমুদ

করোনায় দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২৫ অক্টোবর থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে হল খোলার আগে আজ শনিবার সকাল থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ১৯৫ জন শিক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছেন। এ ছাড়া টিকার নিবন্ধন করেছেন আরও ২০০ জন। কাল রোববার ৩০০ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসকের দপ্তরের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসকের দায়িত্বে থাকা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, প্রথম দিন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। কাল থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ইতিমধ্যে সিটি করপোরেশন ৫০০ ডোজ টিকা সরবরাহ করেছে। তাই টিকার কোনো সংকট নেই। টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূল কপি, ফটোকপি ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র আনতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শুধু আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। এক্ষেত্রে তাঁদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। ওই দিন স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

এরপর পর্যায়ক্রমে ২৬ অক্টোবর স্নাতক চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ, ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষ এবং ২৯ অক্টোবর প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হল খোলার নির্ধারিত সময়ের আগেই হলের সব শিক্ষার্থীর অন্তত প্রথম ডোজ টিকাদান সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূল কপি, ফটোকপি ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র আনতে বলা হয়েছে
ছবি: আনিস মাহমুদ

লিডিং ইউনিভার্সিটিতেও টিকাদান

এদিকে আজ সকালে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতেও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে দুই দিনব‍্যাপী এ টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে লিডিং ইউনিভার্সিটির এক সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে ফাইজার টিকা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, ইতিমধ্যে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা সবাই টিকা পাবেন। টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূল কপি, ফটোকপি ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র আনতে হবে।

টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো শাহ আলম, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান কে এম এ শফিক, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফজলে এলাহি মামুনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।