শার্শায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের শার্শায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার নাভারণ-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের নীলকান্ত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নূরু বক্স (৪৫) ও রাকিবুল ইসলাম (১৮)। নূরু বক্স উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি পেশায় মাহিন্দ্রাচালক। এদিকে রাকিবুল ইসলাম একই উপজেলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে বাগআঁচড়া থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা দিয়ে নাভারণের দিকে যাচ্ছিল। এ সময় মাহিন্দ্রাটি নীলকান্ত মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাচালক ও এক যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে পথেই নূরু বক্স মারা যান। এদিকে হাসপাতালে নেওয়ার পর রাকিবুলের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।