শাশুড়ির সঙ্গে ভোটযুদ্ধে বউমা, ননদকে হারিয়ে ভাবী বিজয়ী

নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে চাচিশাশুড়ির সঙ্গে ভোটযুদ্ধে বউমা বিজয়ী হয়েছেন। অন্য একটি ওয়ার্ডে সদস্যপদে ননদকে হারিয়ে বিজয়ী হয়েছেন ভাবী।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে জামনগর ও পাঁকা ইউনিয়নে একই ওয়ার্ডে বউ-শাশুড়ি এবং ননদ-ভাবীর প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের নজর কাড়ে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় বউমা শামীমা খাতুন সূর্যমুখী ফুল প্রতীক এবং চাচিশাশুড়ি সাজেদা খাতুন তালগাছ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছিলেন। নির্বাচনে শামীমা খাতুন ৩ হাজার ২৫২ ভোট পেয়ে জয়ী হন। সাজেদা খাতুন পেয়েছেন ৯৫৪ ভোট।

সাজেদা খাতুন জামনগর গ্রামের কলেজশিক্ষক আবদুল জলিলের স্ত্রী এবং শামীমা খাতুন একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। তাঁরা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই ভিটায় বাস করেন।

পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত সদস্যপদে ননদের সঙ্গে ভোটযুদ্ধে ভাবী শিলা খাতুন কলম প্রতীকে ১ হাজার ৪১৮ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপা খাতুন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট। ননদ-ভাবীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে নির্বাচনী দৌড়ে ননদ লাইলী বেগম বক প্রতীক নিয়ে ভাবীর তুলনায় খুবই সামান্য ভোট পেয়েছেন।

লাইলী বেগম সালাইনগর গ্রামের আশকান আলীর স্ত্রী এবং শিলা খাতুন সুমন আলীর স্ত্রী। দুজনই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পাশাপাশি বাড়িতে বসবাস করেন।