শাহজাদপুরে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ব্রিফ করছেন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন র‍্যাবের সদস্যরা। বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার ভোররাত চারটা থেকে উপজেলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার ওই বাড়িটি র‍্যাব ঘিরে রেখেছে।

আজ সকাল ১০টার দিকে শাহজাদপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, রাজশাহী শাহ মখদুম থানায় চারজন জঙ্গি ধরা পড়ে। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী এই বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে জানা যায়। প্রথম দফায় তাঁরা অভিযান পরিচালনা করতে বাধার সম্মুখীন হন। এ সময় বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

বাড়িটির মালিকের এক আত্মীয় তাদের হেফাজতে রয়েছেন জানিয়ে আশিক বিল্লাহ আরও বলেন, মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু হবে বলে তিনি জানান।

আরও পড়ুন