শাহজাদপুরে মা ও দুই মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ডায়া গ্রামের কাপড় ব্যবসায়ী লাল মিয়া ফকিরের স্ত্রী জাহানারা বেগম (৪৩), বিবাহিত মেয়ে রাজিয়া খাতুন (১৯) ও আরেক মেয়ে লাবনীকে (১০) গুরুতর অবস্থায় পোতাজিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ওই তিনজনের সঙ্গে আসা লোকজন জানান, তাঁরা খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন। রাজিয়া খাতুনের স্বামী আমিনুল হোসেন বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম খান বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁদের তিনজনকেই বেলা আড়াইটার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাঁদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, বিস্তারিত জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ এসেছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, স্ত্রী ও দুই মেয়ের এমন মৃত্যুতে লাল মিয়া ফকির অসুস্থ হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।