শাহজালালের ‘এক কিলো’ সড়কে বিকেলে আলপনা আর রাতে হবে প্রতিবাদী গান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের ‘কিলো সড়ক’
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এক কিলো’ সড়কে আলপনা আকাঁ শুরু হবে আজ বৃহস্পতিবার বিকেলে আর রাতে অনুষ্ঠিত হবে প্রতিবাদী গান। এতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এগুলো পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ করা মূল ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সবকিছু খুলে দেওয়া হয় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার।

গতকাল রাতে সংবাদ সম্মেলনে উপাচার্যের বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ধরন পাল্টে তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ানো হয়েছে। এখন থেকে উপাচার্য দায়িত্ব পালনকালে যেসব কর্মসূচি পালনে বাধা দিয়েছিলেন যেমন আলপনা আঁকা, টং চালু করা, রাতে গান করা—এগুলো চালুর কর্মসূচি পালন করা হবে।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা অংশ নেবেন। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মিছিল করা হবে বলে জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শুরু করা আমরণ অনশন ১৬৩ ঘণ্টা পর গতকাল সকাল ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের পানি পান করিয়ে ভাঙান।