শাহরাস্তি উপনির্বাচনে আ.লীগ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন নাসরিন জাহান
ছবি: প্রথম আলো

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাসরিন জাহান ওরফে সেফালীকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন তাঁকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে গতকাল রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী হেলাল আহমেদ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় নির্বাচিত চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে দলীয়ভাবে তাঁর স্ত্রী নাসরিন জাহানকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

নাসরিন জাহান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমাকে যে নির্দেশনা দেওয়া হবে, আমি সেই নির্দেশনা অনুযায়ী এখন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাব।’