শিকারির দণ্ড, খোলা আকাশে পরিযায়ী পাখি

হবিগঞ্জে উদ্ধার হওয়া পাখি। রোববার বিকেলে বাহুবল উপজেলা পরিষদের ভবনের পাশে
প্রথম আলো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার কল্যাণপুর এলাকায় পাখি বিক্রির সময় তাঁকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা পাখি আকাশে উড়িয়ে দেওয়া হয়।

দণ্ড পাওয়া তরুণ হলেন রনি আহমেদ (২৫)। তাঁর বাড়ি বালিধারা গ্রামে।

উদ্ধার হওয়া পাখি আকাশে উড়িয়ে দিচ্ছেন বাহুবলের ইউএন স্নিগ্ধা তালুকদার। বিকেল উপজেলা পরিষদের পাশে
ছবি: প্রথম আলো

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে কল্যাণপুর এলাকায় ১৫–১৬টি পরিযায়ী পাখি বিক্রি করছিলেন রনি। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের আদালতে হাজির করা হয়। সেখানে পাখি শিকারের দায়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা পাখি আকাশে উড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, রনি আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি নিধন করছিলেন। বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।