‌‘শিক্ষকদের ভালো রাখার দায়িত্ব আমাদের সবার’

আইপিডিসি-প্রথম আলো ‌‘প্রিয় শিক্ষক সম্মাননা-২০২১’ উপলক্ষে নগরের এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে বক্তব্য দেন আমন্ত্রিত শিক্ষকেরা। গতকাল বরিশাল নগরের এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বরিশালে এক সুধী সমাবেশে বক্তারা বলেছেন, একটি জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শিক্ষকেরা। এ জন্য শিক্ষকদের ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ, শিক্ষকেরা ভালো না থাকলে, সম্মান না পেলে জ্ঞানী প্রজন্ম আশা করা যায় না। এ জন্য শিক্ষকদেরও দায় রয়েছে। তাঁদের নৈতিকতা, দক্ষতা ও ব্যক্তিত্ববান হওয়া বাঞ্ছনীয়।

আইপিডিসি-প্রথম আলো ‌‘প্রিয় শিক্ষক সম্মাননা-২০২১’ উপলক্ষে গতকাল মঙ্গলবার বরিশাল নগরের এম এ জলিল সড়কের এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রবল বর্ষণ উপেক্ষা করে এতে যোগ দেন বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। সুধী সমাবেশে অতিথির বক্তব্যে সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি শাহ সাজেদা বলেন, ‘শিক্ষকেরা সমাজের সবচেয়ে সম্মানিত অংশ। কিন্তু সেই শিক্ষকেরাই আমাদের দেশে সবচেয়ে অবহেলিত। একজন শিক্ষক যখন নিজের দুর্দশার কথা কোনো সভায় বলেন, তখন সেটা খুবই বেদনার ও অসম্মানের। শিক্ষকদের আমরা মানুষ গড়ার কারিগর বলি, কিন্তু সেই শিক্ষক যদি ভালো না থাকেন, তাহলে আমরা ভালো প্রজন্ম পাব কীভাবে?’

সমাবেশে বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার বলেন, ‘আমার প্রথম পরিচয়, আমি একজন শিক্ষক। এই পরিচয় আমাকে যতটা গর্বিত করে, অন্য পরিচয় ততটা করে না। আমার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বাবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক পরিবারের সন্তান হিসেবে আমি গর্বিত। আজ ভালো লাগছে এখানে এসে যে এ দেশে শিক্ষকদের সম্মানিত করার তাগিদবোধ এখনো কারও কারও মধ্যে আছে।’

সমাবেশে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জেসমিন নাহার বলেন, এই আয়োজনে একজন শিক্ষক হিসেবে তিনি সম্মানিতবোধ করছেন। শিক্ষকতা পেশায় আসার পর এমনভাবে শিক্ষকদের সম্মানিত করার উদ্যোগ তেমন দেখেননি। তাঁর বাবা শিক্ষক ছিলেন। তাঁরা সাত ভাই–বোনের তিনজনই শিক্ষক। জীবনের একটি কঠিন ব্রত নিয়েই তাঁরা শিক্ষকতায় এসেছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নগরের সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দীন, সরকারি বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক দেলোয়ারা বেগম, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইনফ্রার পরিচালক আমির হোসেন, জমজম নার্সিং কলেজের পরিচালক সাজ্জাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন। সমাপনী বক্তব্য দেন বরিশাল জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক জি এম ইকবাল।