শিক্ষকের করোনা শনাক্ত, বান্দরবানের এক বিদ্যালয়ে পাঠদান স্থগিত

করোনাভাইরাসের প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক শিক্ষকের করোনা শনাক্ত হওয়ার পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করা হয়েছে। আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ থাকবে। একই সঙ্গে অন্য শিক্ষকদেরও বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজ দুপুরে এ তথ্য জানান। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, দু-তিন দিন আগে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষায় গত শনিবার তিনি করোনা পজিটিভ হন। এ সময় আরেকজন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

বিষয়টি উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের জানানো হলে তাঁরা মৌখিকভাবে পাঠদান স্থগিতের পরামর্শ দেন। তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে মিয়ানমার সীমান্তসংলগ্ন ঘুমধুম ইউনিয়নে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, প্রাক্‌-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৫১৮। শিক্ষক আছেন ১০ জন। করোনা শনাক্ত হওয়া শিক্ষক বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অন্য শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ের দাপ্তরিক কাজ করছেন। তবে বাড়িতে গেলে আইসোলেশন থাকেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, সার্বিক দিক বিবেচনায় শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।