শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি, জাবিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। আজ বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পয়লা মার্চের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, প্রত্যন্ত অঞ্চলে থাকায় অনেকেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন না। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় সেশনজট ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে করোনা বাধা হলে আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যদেরও টিকা দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক।

দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকব। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি আরও দ্রুত সম্পন্ন করা হোক। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্র হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাস শুরু করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় খুললে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। মে মাসে বিশ্ববিদ্যালয় খুললে পরে আরও বিভিন্ন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

মানববন্ধনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।