শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য-কুসংস্কার কমবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকার জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম মাদাসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার বিকেলে
প্রথম আলো

দারিদ্র্য বিমোচন সরকারের প্রধান কাজ জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ জন্য কাজ করছে। কিন্তু এটা মুখে বললেই হবে না। এ জন্য কিছু তরিকা ও কৌশল আছে। মূল তরিকা হলো শিক্ষা। শিক্ষা মানুষের মনের দুয়ার খুলে দেয়, আলোকিত করে। শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য, কুসংস্কার কমবে।

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকার জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রয়াত মো. আবদুল বারীর জীবন ও কর্ম নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। মন্ত্রী বলেন, সরকার দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান করছে। এখন দেশে ২০০-এর বেশি বিশ্ববিদ্যালয়, ১৫০-এর বেশি মেডিকেল কলেজ আছে। শিক্ষা দিয়েই সব অন্ধকার দূর করতে হবে।

মন্ত্রী বলেন, একসময় মানুষ ভাত পায়নি, খাবারের সংকট ছিল। বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। যেখানে রাস্তা ছিল না, এখন সেখানে রাস্তা হয়েছে। যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে এখন বিদ্যুতের আলো জ্বলছে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার দেশের সব জায়গায় উন্নয়ন করছে। একসময় মানুষ ভাত পায়নি, খাবারের সংকট ছিল। বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। যেখানে রাস্তা ছিল না, এখন সেখানে রাস্তা হয়েছে। যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে এখন বিদ্যুতের আলো জ্বলছে। গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে। এসব সম্ভব হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন-অগ্রগতির স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক হুসেন তওফিক চৌধুরী, লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল ওদুদ প্রমুখ।