শিবগঞ্জে আলু মজুত, দুটি হিমাগারকে জরিমানা

আলুর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে হিমাগারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিমাদ্রী কোল্ড স্টোরেজে
প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুর মজুতদারি ঠেকাতে তিনটি হিমাগারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিযানে আলু মজুতের অপরাধে দুটি হিমাগার কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং একটি হিমাগার কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর কবীর। অর্থদণ্ড করা দুটি হিমাগার হলো নিউ কাফেলা ও সাহা হিমাগার। এর মধ্যে নিউ কাফেলা হিমাগারকে ১০ হাজার টাকা এবং সাহা হিমাগারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর শুধু সতর্ক করা হিমাগার হলো হিমাদ্রী লিমিটেড।

অভিযানে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান উপস্থিত ছিলেন। ইউএনও আলমগীর কবীর বলেন, বীজ আলুর বাইরে কোনো আলু মজুত না করতে এক সপ্তাহ আগে উপজেলার ১২টি হিমাগার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। নির্দেশ লঙ্ঘন করে আলু মজুতকারী হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযান চলছে।