শিবগঞ্জে খাসজমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

হত্যাকাণ্ড
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় খাসজমি দখল করা নিয়ে গ্রামবাসীদের দুই পক্ষের সংঘর্ষে বুলু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনী বিন্যাচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত বুলু মিয়া খেউনী বিন্যাচাপড় গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন খেউনী বিন্যাচাপড় গ্রামের মাইদুল ইসলাম (৩০), নিহত বুলু মিয়ার ছেলে মিনহাজ (২৫) ও দুদু মিয়া (৪০)। তাঁরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খেউনী বিন্যাচাপড় গ্রামের খাসজমি নিয়ে গ্রামের বাসিন্দাদের দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই খাসজমি দখল করতে গিয়ে আজ বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় কৃষক বুলু মিয়াসহ চারজন গুরুতর আহত হন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বুলু মিয়া মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, খাসজমির দখল নিয়ে সংঘর্ষে বুলু মিয়া নামের এক আহত কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।