শিবগঞ্জে শিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে ছয় মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে স্কুলশিক্ষিকাকে যৌন হয়রানির অপরাধে তারিকুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানী গ্রামে এই দণ্ড প্রদানের ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকাকে (৩০) মুঠোফোনে উত্ত্যক্ত করা ছাড়াও যাতায়াতের পথে কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন প্রতিবেশী তারিকুল ইসলাম। অভিযোগ পেয়ে ইউএনও আলমগীর কবীর আজ ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় আদালতের কাছে শিক্ষিকাকে যৌন হয়রানির কথা স্বীকার করেন তারিকুল ইসলাম। ফলে দণ্ডবিধির ১৮৬০ সালের ৫০৯ ধারায় শ্লীলতাহানির উদ্দেশ্যে অশ্লীল কথা ও অঙ্গভঙ্গি করার দায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও মো. আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, স্কুলশিক্ষিকাকে যৌন হয়রানির দায় স্বীকার করায় অভিযুক্ত বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।