শিবচরে নদ থেকে যুবকের মরদের উদ্ধার

মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাঁচামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম ইসমাইল কাজী (২৬)। তিনি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামের সেকেন্দার কাজীর ছেলে। উদ্ধার হওয়া যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখেন খাসচর বাঁচামারা এলাকার কয়েকজন যুবক। তাঁরা শিবচর থানার পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে লাশটি নদের পাড় থেকে উদ্ধার করে।

সন্নাসীরচর ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হক প্রথম আলোকে বলেন, ‘নদ থেকে লাশ তোলার খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। লাশটি আমি দেখেছি। এই যুবক এই এলাকার কেউ নয়। আমরা ধারণা করছি কেউ ঈদের দিন এই যুবককে হত্যা করে নদের পানিতে ভাসিয়ে দিয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশটি নদের পাড়ে ভাসছিল। পুলিশ লাশটি গিয়ে উদ্ধার করেছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা নিশ্চিত করে বলা যায়। নিহত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে গলাটি বিচ্ছিন্ন নয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশের ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।