শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলছে ১৪টি ফেরি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ছোট–বড় ১৪টি ফেরি চলাচল করছে। ফলে আজ মঙ্গলবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে শিমুলিয়া ঘাট
প্রথম আলো

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুর বাংলাবাজার নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে। গত কয়েক দিন ঘাট এলাকায় প্রচণ্ড যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও আজ মঙ্গলবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে শিমুলিয়া ঘাটের যাত্রী পারাপার।

শিমুলিয়া ঘাট সূত্র ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন এই ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল করেছে। ঈদকে সামনে রেখে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে ভিড় জমান। যখনই একটি ফেরি ঘাটে ভিড়তে দেখেছেন, তাতে হুমড়ি খেয়ে যাত্রীরা উঠে পড়তেন। সবকিছু বিবেচনায় এনে গতকাল সোমবার সন্ধ্যা থেকে এই নৌপথে থাকা ফেরিগুলো চালানো শুরু হয়। আজ ভোর থেকে যাত্রীরা ঘাটে আসতে শুরু করেছেন। ঘাটের সব কটি ফেরি চলাচল করায় কোনো অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠতে পারছেন যাত্রীরা। প্রতিটি ফেরিতে এখনো যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যাই বেশি। অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক থাকলেও ছিল না সামাজিক দূরত্ব।

এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখ শিমুলিয়া-ভাঙ্গা সড়কে মোতায়েন আছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। সেখানে যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও বিজিবির টহলের মধ্য দিয়ে যাত্রী ঘাটে আসছেন। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

নাম প্রকাশ না করার শর্তে ঘাটের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সরকারও চায় না মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌযান ও চোরাই পথে পদ্মা পাড়ি দিক; আবার ঈদে বাড়ি ফিরতে গিয়ে দেশে করোনার প্রকোপ বেড়ে যাক। তাই শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ দিয়ে সব কটি ফেরি চালানো হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে।

সব কটি ফেরি চলাচলের বিষয়ে জানতে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির একাধিক কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ কল ধরেননি।