রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে রিমান্ডে নেওয়া হয়েছে

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী
ছবি: সংগৃহীত

গাজীপুরে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় নেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর জেলার মো. আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে বাসন থানার একটি মামলায় দুপুরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাসন থানায় ১১ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার দুপুরে আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে শুনানি শেষে আদালত রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরদিন ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ১৩ এপ্রিল গাছা থানার পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে ১৫ এপ্রিল আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নেওয়া হয়।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।