শিয়ালের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাতের বেলায় শিয়ালের উপদ্রব থেকে মুরগি রক্ষা করার জন্য খামারে পাতা হয়েছিল বৈদ্যুতিক ফাঁদ। আজ বৃহস্পতিবার সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই খামারেরই এক তরুণ শ্রমিক মারা গেছেন। দুপুর ১২টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকের নাম মো. নুরুল ইসলাম (২৪)। তিনি কামালপুর গ্রামের নুর হোসেনের ছেলে। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারমালিক ও তাঁর লোকজন মৃত্যুর এ ঘটনা থানায় না জানিয়ে একপ্রকার ধামাচাপা দিয়ে লাশ দাফন করার চেষ্টা চালান। পরে গ্রামবাসী খবর দিলে নান্দাইল মডেল থানা থেকে পুলিশ কামালপুর গ্রামে যায়। উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে খামারের মালিক তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন জানান, পুলিশ এলাকায় যাওয়ার পর তিনি গা ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নান্দাইল উপজেলার গ্রামাঞ্চলে বহু মুরগির খামারে মুরগি রক্ষা করার উপায় হিসেবে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়ে থাকে। এ ধরনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিভিন্ন বন্য প্রাণীর মৃত্যু ঘটছে। এসব ফাঁদ মানুষেরও প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কুমার মোদক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক ফাঁদ পাতা সম্পূর্ণ বেআইনি কাজ। বৈজ্ঞানিক উপায়ে খামার তৈরি করলে বন্য প্রাণী খামারে প্রবেশের সুযোগ পাবে না।