শেরপুরে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত, আক্রান্ত হাজার ছাড়াল

করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

শেরপুরে করোনার সংক্রমণের এক বছর আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৪৮ ও নকলা উপজেলায় একজন রয়েছেন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্ত মানুষের সংখ্যা হলো ১ হাজার ২। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শহরের কালীরবাজার এলাকার এক নারী (৩১) মারা গেছেন।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, শেরপুরে করোনার সংক্রমণ আতঙ্কজনকভাবে বাড়ছে। ১ থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মানুষের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন ৪ জন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীর সংক্রমণের কারণে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন ১১ থেকে ২৪ জুন পর্যন্ত পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। বিধিনিষেধের ব্যাপারে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা করার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও সাধারণ মানুষ সচেতন হচ্ছেন না। এর ফলে সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর ১৮ জুন পর্যন্ত শনাক্ত ১ হাজার ২ জনের মধ্যে শেরপুর সদরে ৫৯৩, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। আর ১৯ জনের মৃত্যু হয়েছে।