শেরপুরে করোনায় আক্রান্ত দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রায় দুই সপ্তাহ শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়।
তাঁদের মধ্যে একজনের (৩২) বাড়ি সদর উপজেলায়। আরেকজনের (৫০) বাড়ি শ্রীবরদী উপজেলায়। ৫ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে ওই দুই নারীর শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ বলে শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে তাঁদের জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল।
ময়মনসিংহ মেডিকেল কলেজে তৃতীয় দফায় ওই দুই নারীর নমুনা পরীক্ষায় করোনা ‘নেগেটিভ’ হওয়ার পর তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। গত বুধবার সন্ধ্যায় পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়।
আজ দুপুরে সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বর্তমানে ওই দুই নারী শারীরিকভাবে সুস্থ। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ওই দুই নারী সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হলেও তাঁরা মনোবল হারাননি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসকেরাও সব সময় তাঁদের খোঁজখবর নিয়েছেন। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তাঁরা।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ জানান, এ পর্যন্ত জেলায় নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুজনকে ছাড়পত্র দেওয়ার পর বর্তমানে সাতজন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ঝিনাইগাতীতে চারজন, শেরপুর সদরে এক, শ্রীবরদীতে এক ও নালিতাবাড়ী উপজেলায় একজন আছেন।