শেরপুরে গরুবোঝাই ট্রাক খাদে, একজন নিহত

শেরপুরের নকলায় দুর্ঘটনাকবলিত ট্রাক
প্রথম আলো

শেরপুরের নকলায় গরুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সোরহাব আলী (৬০)। তিনি উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি নির্মাণপ্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। আজ মঙ্গলবার ভোররাতে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত দুজন হলেন গরুর ব্যবসায়ী নবী হোসেন (৩২) ও ট্রাকচালক মোখলেছ মিয়া (২৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে কুড়িগ্রাম থেকে গরুবোঝাই একটি ট্রাক ঢাকায় যাওয়ার পথে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এতে কালভার্টের নির্মাতা প্রতিষ্ঠানের কর্তব্যরত নৈশপ্রহরী সোরহাব আলী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গরুর ব্যবসায়ী নবী হোসেন (৩২) ও ট্রাকচালক মোখলেছ মিয়া আহত হন। দুর্ঘটনায় ১৩টি গরু মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সম্প্রসারণকাজ চলছে। সম্প্রসারণকাজের অংশ হিসেবে সড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় একটি কালভার্টের নির্মাণকাজ শুরু হয়েছে। কালভার্টটি নির্মাণের জন্য সড়কে গভীর গর্ত করা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। কিন্তু ট্রাকচালক অসাবধানতাবশত বিকল্প সড়ক ব্যবহার না করে সরাসরি নির্মাণাধীন কালভার্টের ওপর চালিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে নিহত ব্যক্তির লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।