শেরপুরে পরাজিত প্রার্থীর বাড়িতে জয়ী মেয়র, মিষ্টিমুখ-ফুলের মালায় বরণ

শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ বি এম মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান। এ সময় তাঁকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান পরাজিত প্রার্থী
প্রথম আলো

শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ বি এম মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান। গতকাল রোববার রাতে তিনি শহরের খরমপুর এলাকায় মামুনুরের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মামুনুর ফুলের মালা দিয়ে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানান। তাঁরা পরস্পরকে মিষ্টিমুখ করান।

গতকালের নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া পেয়েছেন ৩০ হাজার ৫৯১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির এ বি এম মামুনুর রশীদ পেয়েছেন ৭ হাজার ৮৩৪ ভোট।

তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর মডেল গার্লস কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। অপর দিকে মামুনুর রশীদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শেরপুর মডেল গার্লস কলেজের প্রভাষক।

জেলা বিএনপির সহসভাপতি মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টিকে সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মন্তব্য বলে অভিহিত করেছেন।