শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে মারা গেল দেড় বছরের শিশু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাকসাবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম মো. সাইফিন। সে উপজেলার সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের মোরাদ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে সবার অলক্ষ্যে শিশু সাইফিন খেলতে গিয়ে বাকসাবাইদ গ্রামের বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে সাইফিনকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে থাকতে দেখে দ্রুত পানি থেকে সাইফিনকে তাঁরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।