শেষ দিনটি কখনো ভুলবেন না জাহিদ

টাঙ্গাইলের সখীপুর থানার কনস্টেবল জাহিদ হাসান (নীল পাঞ্জাবি) চাকরি থেকে অবসরে গেলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাঁকে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
প্রথম আলো

পুলিশ কনস্টেবল পদে ৩০ বছর ১ মাস চাকরি করেছেন জাহিদ হাসান। চাকরিজীবনে কোনো পদোন্নতি পাননি। আজ শনিবার তিনি অবসরে গেলেন। তাঁর চাকরিজীবনের শেষ দিনটি স্মরণীয় করতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছিল সখীপুর থানা-পুলিশ। সংবর্ধনা শেষে ফুল আর বেলুন দিয়ে সাজানো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়ি দিয়ে তাঁকে পৌঁছে দেওয়া হয় গ্রামের বাড়িতে।

আজ শনিবার দুপুরে থানাচত্বরে জাহিদ হাসানকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, ফুল ও পুরস্কারসামগ্রী। বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া ও পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম।

সর্বশেষ সখীপুর থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করেন জাহিদ হাসান। পরে ফুল দিয়ে সাজানো থানার ওসির সরকারি গাড়িতে করে শেষ কর্মস্থল সখীপুর থেকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দক্ষিণ বাসাইল গ্রামের বাড়িতে পাঠানো হয় তাঁকে। ৩১ বছরের চাকরিজীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আজ থেকে তাঁর অবসরোত্তর ছুটি শুরু হয়

ওসি বলেন, সখীপুর থানায় এই প্রথম এ ধরনের ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান করা হলো। পুলিশ সুপারের নির্দেশে তাঁরা বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

জাহিদ হাসান মুঠোফোনে বলেন, ফুলে সজ্জিত ওসি স্যারের গাড়িটি যখন তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন অনেক লোক ছুটে আসে। পুলিশের গাড়ি দেখে গ্রামবাসী প্রথমে চমকে যায়। এরপর গ্রামবাসী তাঁর সংবর্ধনার বিষয়টি জেনে খুব খুশি হয়। চাকরিজীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া নিঃসন্দেহে অনেক আনন্দের। এটা তিনি কখনো ভুলবেন না।