শোবার ঘরে মিলল স্বামী-স্ত্রীর লাশ

লাশ
প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শোবার ঘরে পাওয়া গেছে স্বামী-স্ত্রীর লাশ। স্ত্রীর লাশ বিছানার ওপরে পড়ে ছিল, আর স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। আজ বুধবার দুপুরে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার দুজন হলেন সুলতান ঠাটারু (৪৫) ও তাঁর স্ত্রী ইসনাহার বেগম (৩৮)। সুলতান ভ্যানচালক ছিলেন। তাঁদের দুই ছেলেমেয়ে আছে। ছেলের বয়স ২০ বছর, মেয়ের বয়স ১০ বছর।

সুলতান ঠাটারুর ছেলে বাপ্পী ঠাটারু বলেন, তাঁর বাবা বাড়িতে বসে তাঁর মায়ের সঙ্গে সব সময় ঝগড়া করতেন। গত মঙ্গলবার রাতেও বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়েছে। বুধবার সকালে ভ্যানগাড়ি নিয়ে তিনি (বাপ্পী) বাড়ি থেকে বের হয়ে যান। তাঁর ছোট বোনও স্কুলে চলে যায়। তিনি দুপুরে বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এর আগে তাঁর বোনও এসে ঘরের দরজা লাগানো দেখতে পায়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখা যায় মায়ের লাশ বিছানার ওপরে পড়ে আছে। আর বাবার গলায় দড়ি লাগানো অবস্থায় লাশ ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুলতান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন দল এসেছে। তারাও ইসনাহার বেগমের মৃত্যুর ব্যাপারে কোনো ধারণা করতে পারছে না।ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে কীভাবে সুলতানের স্ত্রীর মৃত্যু হয়েছে।