শ্যামনগরে ব্যক্তিগত গাড়ি নদীতে, নিহত ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে আরাফাত মোল্লা (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চার যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত মোল্লা উপজেলার গুমানতলী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের নুরুল হুদার ছেলে ইমাম হাসান (২৩), আবুল বাশারের ছেলে সাইফুল্লাহ (২৪), নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও নিহত আরাফাতের ভগ্নিপতি ইব্রাহীম হোসেন (২৬)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেলে খেলাধুলা শেষে আরাফাত মোল্লা নিজেদের ব্যক্তিগত গাড়িতে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। পথে শওকতনগরে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চুনা নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই চালক আরাফাত মোল্লার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবদুর রাজ্জাক বলেন, হাসপাতালে আনার আগেই আরাফাত মোল্লার মৃত্যু হয়। এ ছাড়া আহত চারজনের মধ্যে ইমাম হাসান ও ইব্রাহীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।