শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এ অংশ নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুরে
ছবি: প্রথম আলো

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। আজ বৃহস্পতিবার সকালে বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করে ম্যারাথনে অংশ নিতে হবে।

ম্যারাথন ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, উদ্বোধনী দিনে ১ হাজার ৮০০ জনের সঙ্গে ম্যারাথনে অংশ নেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মুশতারীসহ অন্যরা। রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে রাজাবাড়ি সড়কে নার্সারি মাঠ পর্যন্ত গিয়ে আবার একই স্থানে ফিরে আসেন অংশগ্রহণকারীরা। এ দিন তাঁরা পাঁচ কিলোমিটার পথ হাঁটেন।

ইউএনও তাসলিমা মুশতারী প্রথম আলোকে বলেন, ম্যারাথনে অংশ নিয়ে সবাই খুব মজা পেয়েছেন। সঙ্গে সাংসদ ছিলেন। শুরুর দিন খুব আনন্দঘন ছিল।