শ্রীপুরে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানাপ্রাচীর ঘেঁষে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালের দিকে মরদেহটির খোঁজ মেলে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটায় একজন গ্রাম পুলিশ তাঁকে ফোন করে সাফারি পার্কের ৪ নম্বর ফটকের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে তিনি ২৭ থেকে ২৮ বছর বয়সী এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি শ্রীপুর থানাকে জানান।

তবিবুর রহমান আরও বলেন, মরদেহের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল। তাঁর পরনে শার্ট-প্যান্ট। গলায় আরেকটি শার্ট প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের পাশে শার্টের কয়েকটি বোতাম পড়ে ছিল। দেখে মনে হয়, সেখানে ধস্তাধস্তি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।