শ্রীপুরে শ্বাসকষ্টে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে আজ বৃহস্পতিবার শ্বাসকষ্টে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। আগে থেকেই তাঁর হাঁপানি ছিল। যক্ষ্মার কারণে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁরা খবর নিয়ে জেনেছেন, ওই ব্যক্তির জ্বর, সর্দির মতো কোনো উপসর্গ ছিল না। বিদেশি কারো সংস্পর্শেও তিনি আসেননি। তারপরও পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল আরেফীন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফল জানার আগ পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে থাকতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।