ষষ্ঠ জনশুমারি ‘পেপারলেস’, তথ্য সংগ্রহ হবে ট্যাবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ফাইল ছবি

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে সবাইকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানিয়েছেন, এবার আগের চেয়ে সমৃদ্ধ তথ্য এবং ট্যাবের মাধ্যমে ‘পেপারলেস’ (কাগজহীন) কার্যক্রম পরিচালিত হবে, যেখানে চার লাখ কর্মী এই জনশুমারি ও গৃহগণনা তথ্য সংগ্রহে কাজ করবেন।

‘জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ উপলক্ষে বরিশালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের জন্য নীতি ও পরিকল্পনা প্রণয়নে জনশুমারি ও আদমশুমারির প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশ আজ অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভূমিকা রেখেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আমরা সেই উন্নয়নকে আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়েছে। অচিরেই আরও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ দেওয়া হবে। বরিশাল আর পিছিয়ে থাকবে না।’

সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন। প্রতি ১০ বছর পর জনশুমারি হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।