সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক নারী

লাশ
প্রতীকী ছবি

শেরপুরে সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৪০) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন। তিনি শহরের বাগরাকসা এলাকার নূরে আলম সিদ্দিকের স্ত্রী। আজ শুক্রবার সকালে শেরপুর-জামালপুর সড়কে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায় সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে গৃহবধূ আমেনা বেগম হাঁটার জন্য শহরের বাগরাকসা এলাকার বাসা থেকে বের হন। এরপর শেরপুর-জামালপুর সড়কের চাপাতলী এলাকায় সার্কিট হাউসের সামনে চুয়াডাঙ্গা থেকে শেরপুরমুখী পানবোঝাই ট্রাক পথচারী আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।