সখীপুরে পিডিবির ভুলে দিনমজুরের কারাভোগ বিষয়ে আদালতে শুনানি ২৭ মার্চ

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া টাঙ্গাইলের সখীপুরের সুনীল কোচ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ বিভাগের ভুল মামলায় বারবার কারাভোগ করা দিনমজুর সুনীল কোচের (৪০) মামলাটি নিষ্পত্তির জন্য শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৭ মার্চ টাঙ্গাইল বিদ্যুৎ আদালতে বাদী ও বিবাদীকে সশরীর হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট বেগম রিজোয়ানা রশিদ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

উপজেলার কালমেঘা গ্রামের নাগেরচালা এলাকার মোহন কোচের ছেলে সুনীল কোচ পিডিবির বিদ্যুৎ–সংযোগ না নিয়েও পিডিবির ভুল মামলায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রথম দফায় এবং গত রোববার রাতে দ্বিতীয় দফায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পিডিবির ভুল মামলায় দিনমজুর সুনীলের বারবার কারাভোগ করার বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পিডিবির টনক নড়ে। গতকাল পিডিবির সহযোগিতায় সুনীল কোচ কারাগার থেকে জামিনে ছাড়া পান। পিডিবির ভুল মামলায় সুনীলের বারবার গ্রেপ্তার হওয়ার বিষয় নিয়ে আজ বুধবার প্রথম আলোতে সম্পাদকীয়ও হয়েছে।

সুনীল কোচ পিডিবির বিদ্যুৎ–সংযোগ না নিয়েও পিডিবির ভুল মামলায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রথম দফায় এবং গত রোববার রাতে দ্বিতীয় দফায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

এদিকে বিষয়টি জানার পর টাঙ্গাইলের জেলা প্রশাসক সুনীলের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের করা মামলা ও তাঁর বারবার গ্রেপ্তার হওয়ার বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করে দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও সখীপুর থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে অবৈধ বিদ্যুৎ-সংযোগ নেওয়ার অভিযোগে উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের বড় ছেলে অনিল কোচের বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযোগে অনিলের নামে মামলা করতে গিয়ে ভুলক্রমে তাঁর ছোট ভাই সুনীলের নাম উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ। অথচ সুনীলের বাড়িতে ওই সময় কোনো বিদ্যুৎ-সংযোগই ছিল না। এ মামলায় আদালত সুনীলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পিডিবির সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঞা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মামলা লিখতে গিয়ে করণিক টাইপে ভুল করে অনিলের পরিবর্তে সুনীল লিখেছিলেন। মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৭ মার্চ শুনানির দিন তারিখ নির্ধারণ করে দিয়েছেন আদালত। আশা করছি, ওই দিন মামলাটি নিষ্পত্তি হবে।’

সুনীল কোচ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি আর যেন গ্রেপ্তার না হন, সরকারের কাছে এমন নিশ্চয়তা চান।