কেরানীগঞ্জ থেকে মালামালের সঙ্গে যাত্রী পারাপারের সময় তিনটি ট্রলার আটক

সদরঘাট, ঢাকা
ফাইল ছবি

মালবাহী ও বালুবাহী ইঞ্জিনচালিত ট্রলারের মধ্যে ফাঁকা অংশে যাত্রী নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওনা হওয়া তিনটি নৌযান আটক করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট এলাকা থেকে সহস্রাধিক যাত্রীসহ নৌযান তিনটিকে আটক করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা ট্রলার তিনটি হচ্ছে ভোলাগামী আরআরবি-১, মাদারীপুরগামী বিসমিল্লাহ ও শরীয়তপুরগামী মদিনা।

সদরঘাট নৌ থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন গত রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের বরিশুর ও চরকলিগঞ্জ তেলঘাট থেকে মালামাল ও বালুবাহী তিনটি নৌযানে যাত্রী পরিপূর্ণ করে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এ সময় বুড়িগঙ্গা নদীর চরকালীগঞ্জ তেলঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীসহ তিনটি নৌযান আটক করা হয়। পরে সেই নৌযানগুলো সদরঘাট টার্মিনালে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ভোলা, মাদারীপুর ও শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় যাত্রীসহ তিনটি নৌযান আটক করা হয়। পরে নৌযানগুলোকে সদরঘাট টার্মিনালে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ট্রলার তিনটি নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।