সন্তান জন্মের চার দিন পর করোনায় মারা গেলেন নার্স

নোয়াখালী জেলা
নোয়াখালী জেলার ম্যাপ

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আকলিমা আক্তার। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঢাকার মুগদা হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া নার্স আকলিমার বাড়ি রাজবাড়ী জেলায়, শ্বশুরবাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তাঁর স্বামীর নাম সাইফুল ইসলাম। তাঁদের আড়াই বছরের আরেকটি সন্তান রয়েছে। তিন বছর আগে আকলিমার চাকরি হয়।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন চিকিৎসক তামজিদ হোসেন প্রথম আলোকে বলেন, আকলিমা আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। ১ জুন হালকা সর্দি-কাশি দেখা দেওয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন তিনি। পরদিন ২ জুন নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ৩ জুন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন থাকার পর তাঁর অবস্থার অবনতি হয়। ৫ জুন তাঁকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে আকলিমা একটি পুত্রসন্তানের জন্ম দেন।

চিকিৎসক তামজিদ হোসেন জানান, অস্ত্রোপচারের পর আকলিমাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিনি মারা যান।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক খন্দকার মোস্তাক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আকলিমা মারা গেছেন।